সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

সুবর্ণচরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মানববন্ধন 

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি    

সুবর্ণচরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মানববন্ধন 

নোয়াখালীর সুবর্ণচরে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) উপজেলার চরওয়াপদা ইউনিয়নের চরবৈশাখী বধুগঞ্জে বালু উত্তোলন কেন্দ্রের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় চরওয়াপদা ইউনিয়নের ৯নং ওয়ার্ড ইউপি সদস্য তানভীর হোসেন, ইউপি সদস্য ইব্রাহীম খলীল রানা, আসাদুজ্জামান সবুজসহ সহস্রাধিক ভূমিহীন জনসাধারণ।

মানববন্ধন থেকে এলাকাবাসী জানান, একটি কোম্পানি চরওয়াপদা ইউনিয়নের বধুগঞ্জে কয়েকশো একর জমি ক্রয় করে। সেই জমিতে কারখানা করার উদ্দেশ্যে ৩০ লক্ষাধিক বালু উত্তোলন করছে। তারা আরও জানান, বালু উত্তোলনের কারণে সরকারি রাস্তা, স্থানীয় বধুগঞ্জ বাজার, মাদ্রাসা, মসজিদ, পুরনো কবরস্থান ও ৭৫০টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়ে তলিয়ে যেতে পারে। 

তারা এ বিষয়ে উপজেলা ভূমি কর্মকর্তাকে অবহিত করলে, ভূমি কর্মকর্তা সরেজমিনে গিয়ে বালু উত্তোলন বন্ধ করে দিলেও কিছুদিন পরে পুরোদমে বালু উত্তোলন শুরু করে। 

এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী। এ বিষয়ে ওই কোম্পানির স্থানীয় কর্মকর্তাদের কাছে কথা বলতে চাইলে তারা সাংবাদিকদের সঙ্গে পরিচয় দিতে ও কথা বলতে রাজি হয়নি। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল-আমীন সরকারের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি তিনি অবগত নন। তবে, পরবর্তীতে ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।

টিএইচ